সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পোশাক শো-রুমে হামলা, ভাংচুর, নগদ অর্থসহ মালামাল লুট আহত-২। বুধবার রাতে হীরাঝিল এলাকায় স্টার পয়েন্টে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের ছেলে সাবেক ওয়ার্ড ছাত্রলীগের নেতা ইলিয়াস ইসলাম লিয়নের ১৫/২০’জন সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়। শো-রুমের মালিক মো. আমির হোসেন জানান, গত বুধবার বিকালে রাহাত ও সজিব দোকানে একটি প্যান্টের জন্য আসলে দোকানের কর্মচারীর সাথে কথা কাটাকাটি হয়। পরে তারা ১৫/২০’জন নিয়ে আমার দোকানে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে আমাকে ও দোকানের কর্মচারীদের মারধর করে ক্যাশ থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
লিয়ন নাসিক ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মো. আনোয়ার ইসলামের ছোট ছেলে। আনোয়ার ইসলাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই নাসিক ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নতুন ব্যবসা দখল ও ঘর-বাড়ি নির্মাাণের সময় চাঁদা দাবিসহ নানা ঘটনার জন্ম দিচ্ছে লিয়ন বাহিনী। শুরুতেই কাউন্সিলরের লোকজন ময়লার ব্যবসা দখলের চেষ্টা থেকে শুরু করে, ফুটপাতে চাঁদাবাজি, শিমরাইল মোড়ে রেন্ট কার দখল নিতে চেষ্টা, ডিস ও ইন্টারনেট ব্যবসা দখলের পায়তারাসহ নানা অপকর্ম চালিয়ে আসছে।######