October 4, 2024, 1:51 pm

যশোরের বাঘারপাড়ার যুবতীর রক্তাক্ত লাশ ঝিনাইদহের উদ্ধার!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজারগোপালপুর এলাকা থেকে সোনিয়া খাতুন (২৫) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বাজারগোপালপুর-চোরকোল সড়কের বালির গর্ত নামক স্থান থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়। নিহত সোনিয়া খাতুন যশোরের বাঘারাপাড়া উপজেলার রায়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। স্থানীয় সংবাদকর্মী মঞ্জুর ঢালী জানান, সকালে ওই স্থানে রাস্তার পাশে এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে সিআইডি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করে। ঝিনাইদহ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন জানান, মেয়েটিকে কে বা কারা হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা