October 4, 2024, 3:44 pm

নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলরের ছত্রছায়ায় বেপরোয়া মাসুদ রানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে মো: মাসুদ রানা। ওয়ার্ড এলাকায় শুরু করেছে ব্যাপক চাঁদাবাজি। টিসিবি‘র কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন লোকদের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গাড়িতে কাউন্সিলর লিখা ষ্টিকার লাগিয়ে চলেন এই গুণধর।
জানা গেছে, পাইনাদী এলাকার ল্যাংড়া বাড়ীর ভাড়াটিয়া মূল্লুক চাঁনের ছেলে মো: মাসুদ রানা। তিনি সারাক্ষণ থাকেন নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের সাথে। ফলে তিনি কাউন্সিলরের লোক হিসেবে পরিচিতি পেয়েছেন।
অভিযোগ জানা গেছে, কাউন্সিলর আনোয়ার ইসলামের নাম ভাঙ্গিয়ে মাসুদ রানা শুরু করেছে ব্যাপক চাঁদাবাজি। বিভিন্ন ঠিকাদার, মিলকারখানা ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে মাসুদ রানা। টিসিবি‘র কার্ড করে দেওয়ার কথা বলে বহু লোকের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিআইখোলা এলাকায় একটি তারের কারখানা গড়ে তুলেছিল মাসুদ রানা। তখন ব্যবসার কথা বলে শনিরআখড়া এলাকার এক লোকের কাছ থেকে ৩০ লাখ ও তাজমহল চাইনিজ রেস্টুরেন্টের বাবুলের কাছ থেকে ৯ লাখ টাকা দ্বার নিয়ে আতœসাত করে মাসুদ। এছাড়াও বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে মেরে দিয়েছেন তিনি। মাল্টিপারপাস প্রতিষ্ঠান খোলে বহু গ্রাহকের টাকা আতœসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযুক্ত মাসুদ রানার সাথে যোগাযোগ করতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করা হলে রিং হলেও তিনি রিসিভ করেননি।
এবিষয়ে জানতে চাইলে নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। টিসিবির কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের বিষয়টি আমার জানা নেই। আমি তদন্ত করে দেখব।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা