রিপোর্টার : শনিবার ২৬ মার্চ সকাল ৯ টা – বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন হয়। ১৫৬ জন ভোটারের মধ্যে ১০৭ জন ভোট প্রদান করেন। রাগীব ভুইয়া ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয় অপর প্রার্থী তুষার ভুইয়া ৪২ ভোট পেয়ে অনির্বাচিত।
অপর দিকে সেক্রেটারি পদে নুর আলম রিদয় ৬৩ ভোট পেয়ে জয়ী। এবং ৪৪ ভোট পেয়ে আমিনুল ইসলাম বিভোর পরাজিত। যুগ্ন সাধারণ সম্পাদক রায়হান পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত। নিটততম প্রতিদন্দি ৪৫ ভোট পেয়ে পরাজিত। মহিলা সম্পাদক পদে উম্মে নাফিসা ৮৫ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদন্দি পেয়েছেন ২১ ভোট।
এছাড়া বিনাপ্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন
সহ সভাপতি পদে সুদিপ্ত চক্রবর্তি, ঢালি মো: সাকিব ওসমান। সাংগঠনিক সম্পাদক ইরফান আহমেদ সাগর। সহ- সাংগঠনিক সম্পাদক পদে সহ- সাংগঠনিক সম্পাদক জয় সুত্র ধর। অর্থ সম্পাদক মিশুক সাহা, সমাজ কল্যান সম্পাদক জাকারিয়া ইয়ামিন উষ্ণ, ক্রিড়া সম্পাদক ইফতেষার হায়দার প্রিতম, সাহিত্য সম্পাদক মাহিন আহমেদ রাহাত, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, কার্যকরি সদস্য ইবিনে আফফান আহনাফ ও পিয়াস হায়দার।
প্রধান নির্বাচন কমিশনার কৃষ্ণ কান্ত সাহা নির্বাচন কমিশনার শাহরিয়ার সাঈদ অন্তর ভোট গ্রহন এর পর গননা শেষে ফল প্রকাশ করেন।