October 4, 2024, 2:51 pm

২০ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।*

প্রেস বিজ্ঞপ্তি* অদ্য ২৭ মার্চ ২০২২ ইং তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুরের টংঙ্গী থানাধীন টংগী কলেজ রোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি গাজীপুরের টংঙ্গী পশ্চিম থানাধীন টংঙ্গী কলেজ রোড মোড়ের মেইন রাস্তা সংলগ্ন পাইলট মার্কেটস্থ নিউ প্রতীক পূস্প বিতানের সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ ঠান্ডা মিয়া (৩৫), পিতা- মোঃ লাল মিয়া, জেলা- গাইবান্ধা এ/পি দক্ষিণ যাত্রাবাড়ি, থানা-যাত্রাবাড়ি, ডিএমপি, ঢাকা ও ২) মোঃ হাতেম আলী (২৮), পিতা- মৃত আব্দুল আজিজ, জেলা- নারায়ণণঞ্জ’দেরকে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ২০ কেজি গাঁজা, ০২ টি মোবাইল ফোন এবং নগদ ১,২৬০/- টাকা উদ্ধার করা হয়।

৩। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পপর যোগসাজশে বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে জিএমপি গাজীপুরের টংঙ্গী থানাসহ আশ-পাশের এলাকায় সুকৌশলে ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।

৪। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা