October 8, 2024, 5:50 pm

স্বাধীনতা দিবস উপলক্ষে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা

মমিনুল ইসলাম:-চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মোহনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি কাজী মিজানুর রহমান।
কাজী মিজানুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃতেই এ দেশ স্বাধীন হয়েছে। তার কারনেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে শিখেছি। তারই ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা তার স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, মতলবে কোন অপশক্তিই কাজে আসবেনা, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে কেউ বাঁধা দিলে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাদেশাম শাহা চান্দু বাবু, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লল হোসেন মৃধা, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ফারুকুল আমীন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সরকার, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদীকা লাভলী আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও ইউপি সদস্য জেসমিন আক্তার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন, যুবলীগ নেতা কাজী আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মাঝি, যুবলীগ নেতা সামীম হোসেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা