নিজস্ব প্রতিনিধিঃ ভারতের সহকারী হাই কমিশনার চট্টগ্রামের দায়িত্বে নিয়োজিত ড. রাজিব রঞ্জনের সাথে মতলব ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম পটোয়ারী সেইপ আয়োজিত ভারতীয় উচ্চ শিক্ষা ও গবেষনা প্রতিষ্ঠানের শিক্ষা মেলায় মিলিত হন। এ সময় দুই দেশের শিক্ষার সুযোগ সুবিধা নিয়ে সহকারী হাই কমিশনারের সাথ কথা বলেন আবুল কাশেম পাটোয়ারী। ভারতের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।
ড. রাজিব রঞ্জন ভারত থেকে আগত বিশ্ব বিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন। চট্টগ্রমের পেনিনসুলা হোটেলে ভারতীয় শিক্ষা মেলা চলছে। আজ শুক্রবার আগামীকাল শনি বার এই মেলা চলবে। মেলেয় ভারত ইন্সটিটিউট অফ হায়ার এডুকেশন এন্ড রিসার্চসহ ১৮ টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। ভারত ইন্সটিটিউট অফ হাইয়ার এডুকেশন এন্ড রিসার্চ এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রধান ড. ভি বালামবিকা ও এডমিশান অফিসার বিশ্ব দীপক উপস্থিত ছিলেন।