October 8, 2024, 6:55 pm

বেনাপোল এনএসআই সদস্যদের গোপন তথ্যের ভিত্তিতে ২০০ ও ১০০ সেলযুক্ত শক্তিশালী বিষ্ফোরক

২৬/০৩/২০২২ ইং তারিখ বেনাপোল এনএসআই সদস্যদের গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি প্যাসেঞ্জার টার্মিনাল এর ভারত হতে বাংলাদেশে প্রবেশপথে একজন ভারতীয় নাগরিক অবৈধভাবে ২০০ ও ১০০সেলযুক্ত শক্তিশালী দুই কার্টুন বিষ্ফোরক নিয়ে প্রবেশ করবেন।

পরবর্তীতে উক্ত ভারতীয় যাত্রী আইসিপি জিরো পয়েন্টে আসলে তা বিজিবিকে অবহিত করা হয় এবং তার ব্যাগেজ তল্লাশি করে অবৈধভাবে বহন করা দুই কার্টুন ২০০ ও ১০০ সেলযুক্ত শক্তিশালী বিষ্ফোরক বিজিবি আটক করেন। আটকের সময় বিজিবির সিও লেঃকর্নেল মিনহাজ উপস্থিত ছিলেন।

*উক্ত ভারতীয় যাত্রীর নাম ও ঠিকানাঃ*

ইব্রাহিম কারিকার (৩১), পাসপোর্ট নাম্বারঃ Z5985762, বনগাঁ, পশ্চিমবঙ্গ, কলকাতা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা