October 8, 2024, 5:56 pm

মতলবে এনজিও প্রতিনিধির মারধরের স্বীকার গ্রাহক!! আদালতে মামলা

মতলব প্রতিনিধিঃ মতলব দক্ষিণে এনজিও প্রতিনিধির মারধরের স্বীকার হয়ে আদালতে মামলা করেছে আবুল হোসেন নামে এক ব্যাক্তি। গত ১৮মার্চ মারধরের স্বীকার ঐ ব্যাক্তি চিকিৎসা শেষে ২৩মার্চ চাঁদপুরে মামলাটি দায়ের করেন।
অভিযোগ হতে জানাযায়, মতলব পৌরসভার বোয়ালিয়া বাজারে সূর্যমুখি নামে একটি এনজিও পরিচালনা করে আসছে জুলহাস নামে এক ব্যাক্তি। সেই এনজিও থেকে ঋন নেয় আবুল হোসেন। পরবর্তীতে ঋনের টাকা কিস্তি মতো পরিশোধ করতে থাকে। কিন্তু কিস্তি পরিশোধের পাস বই গ্রাহক আবুলকে না দিয়ে রেখে দেয় জুলহাসের কাছে। যেখানে সে পরিশোধিত কিস্তি নিয়মিত না তুলে বকেয়া দেখায়। আর এনিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে পৌরসভার চৌরাস্তার বিঞ্চুর দোকানের সামনে জুলহাস আবুলকে গলা টিপে ধরে এবং মারধর করে।এতে আবুল মারাত্মক আহত হয়।পরে উপস্তিত সাক্ষীগণ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে আদালতে মামলা দায়ের করেন আবুল হোসেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা