ন্যাপের সভাপতি হায়দার আলী শান্তর সভাপতিত্বে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার ২৪ শে মার্চ বৃহস্পতিবার বিকাল ৪:০০ টায় সঙ্গীতার মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, পৌর শাখার সভাপতি আরশাফ সরদার, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এ্যাডঃ কাজী আব্দুল্লাহ আল হাবিব, পরিবেশ ও নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সুন্দরবন বাঁচাও কমিটির নেতা মিডিয়া কর্মী ফারুক হোসেন, চিকিৎসা বাঁচাও কমিটির নেতা আব্দুল্লাহ বিশ্বাস প্রমুখ। বক্তৃতায় স্থানীয় দাবিকে জাতীয় দাবিতে পরিণত কারার জন্য বাংলাদেশ জাসদসহ সকল সংগঠনের নেতৃবৃন্দকে অগ্রনী ভূমিকা পালনের আহব্বান জানান সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বেকারদের কর্মসংস্থানের জন্য কৃষিভিত্তিক শিল্পজোন,শ্রমজীবী, কর্মজীবী পেশাজীবির সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও জলবদ্ধতামুক্ত, সাতক্ষীরা গড়ে তোলার জন্য নদী খাল খননে জেলার সংসদ সদস্যদের দ্বায়িত্বশীল ভূমিকা পালনের দাবী জানান। কুটির শিল্প, প্রতিটি উপজেলায় পৌরসভা গঠন,রেললাইন, বিমানবন্দর, কৃষি কলেজ, বেকারদের বডি লোন ও সমৃদ্ধ সাতক্ষীরা গড়ে তোলার জন্য বিস্তারিত ভাবে বলেন বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এ্যাডঃ কাজী আব্দুল্লাহ আল হাবিব। প্রতি উপজেলার সমৃদ্ধ সাতক্ষীরা গড়ে তোলার জন্য মতবিনিময় করার আশা ব্যাক্ত করেন নেতৃবৃন্দ। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ ও রেশনিং এর দাবী জানান।