October 4, 2024, 2:16 pm

যশোর জেলা পুলিশের সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শামীম আখতার বিভাগীয় প্রধান (খুলনা) যশোর জেলা পুলিশের সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ (মঙ্গলবার) যশোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন প্রাঙ্গণে পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এর সভানেত্রী জীশান মীর্জা ও খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার)।

উক্ত অনুষ্ঠানে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা