স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ৫ম জাতীয় কাউন্সিল-২০২২ এর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১শ’ ৩১ জনের নির্বাহী কমিটিতে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী পত্রিকা ‘সংবাদ’-এর চাঁদপুর জেলা প্রতিনিধি তরুন উদীয়মান মেধাবী সাংবাদিক অমরেশ দত্ত জয় নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।
১৫ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করেন সংগঠনের জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
জানা যায়, সাংবাদিক অমরেশ দত্ত জয় দেশের ঐতিহ্যবাহী পত্রিকা ‘সংবাদ’ এর চাঁদপুর জেলা প্রতিনিধি’র পাশাপাশি তিনি দেশের অন্যতম পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কম এর চাঁদপুর জেলা প্রতিনিধি এবং চাঁদপুরের স্থানীয় সরাসরি প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক চাঁদপুর দর্পণ’ এর বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে সুনামেরসহিত অনার্স (বিবিএ) সম্পন্ন করেছেন।
এদিকে এক সাক্ষাৎকারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক অমরেশ দত্ত জয় বলেন, সাংগঠনিক পরিচয় চ্যালেঞ্জিং সাংবাদিকতায় দারুন ভূমিকা রাখে এবং এটি উপভোগেরও বিষয়। আমি পেশাদারিত্বেরসহিত সাংবাদিকতা করে যাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের আশির্বাদ ও সহযোগিতা কামনা করছি।