সিদ্ধিরগঞ্জ, প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডের শিআই খোলা এলাকায় মেলার নামে বসছে মাদকের হাট। জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই থানা পুলিশকে ম্যানেজ করে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের ছেলে ও বাগিনা মিলে এই মেলা বসিয়েছে বলে জানান মেলার পরিচালক মিঠু। মেলায় অশ্লীলতা হইহুল্লোরে আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পরেছেছেন। স্থানীয় সূত্রে জানাযায় , সিদ্ধিরগঞ্জ থানার ওসি মসিউর কে ম্যানেজ করে মেলা চালিয়ে যাচ্ছে বলে যানায় মিঠু । এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মসিউর রহমান কে একাদিক বার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। তবে ওসিকে না পেয়ে এসপি ক সার্কেল কে জানালে তিনি ব্যবস্থা নেয়ার আস্বাস দেন।এলাকাবাসী জানান মেলায় বিভিন্ন খেলনা দোকানের পাশাপাশি নৌকা ও নাগর দোলা, বসানো হয়েছে।এ সবের বিকট আওয়াজের কারনে ছেলে মেয়েদের লেখা পরার পাশাপাশি নামাজ পরতেও সমস্যা হচ্ছে নৌকা দোলায় ৩০ টাকা, নাগর দোলায় ২০ টাকা টিকিটের মূল্য নেওয়া হচ্ছে। হিসেব মতে নৌকা ও নাগরদোলা থেকে দৈনিক কমপক্ষে ৪০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে মেলা কর্তৃপক্ষ। এছাড়াও হরেক রকম দোকান থেকে আদায় করা হয় দৈনিক ৩০০থেকে ৪০০ টাকা করে। মেলায় দেয়া হয় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ। সব মিলিয়ে দৈনিক লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে মেলার লোকজন। এছাড়া মেলায় মাদকসেবী ও কিশোরগ্যাংদের উৎপাত লক্ষনীয়। ফলে মেলার আসে পাশে জমে উঠেছে মাদক বেচাকেনার হাট। কিশোরগ্যাং ও মাদক সেবীরা মেলায় আগত কিশোরীদের করে উত্ত্যক্ত কানের পাশে বাসি বাজানো । সূত্রে জানায়, স্থানীয় কাউন্সিলর ও থানা পুলিশ কে ম্যানেজ করে মেলা বসানো হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে মেলা। ফলে মেলার হইহুলোর অশ্লীলতা, বক্সের আওয়াজে আশপাশের লোকজন অতিষ্ট হয়ে পরেছে । ব্যাঘাত ঘটে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। মেলার বিষয়ে নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামের সাথে কথা হলে তিনি জানান মেলা জারা চালাচ্ছে তাদের সাথে কথা বলেন আমাকে কেন ফোন দিয়েছেন। মেলার অনুমতি আছে বলেই তারা মেলা চালায়। না থাকলে কি করে মেলা চালাচ্ছে।