প্রেস বিজ্ঞপ্তি ঃক। উদ্ধার-১। গোপন তথ্য সূত্রের মাধ্যমে জানা যায় যে, ১৫ মার্চ ২০২২ তারিখ আনুমানিক রাত ০১৫৫ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ জীম্বংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৬ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ দক্ষিণে ০৬নং পোস্টের নিকটবর্তী নুর কবিরের মাছের ঘের এলাকায় মাদকের একটি বড় চালান লুকায়িত অবস্থায় রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে জীম্বংখালী বিওপি এবং ব্যাটালিয়ন সদর এর ০২টি বিশেষ টহলদল তাৎক্ষণিকভাবে বর্ণিত এলাকায় গমণ করতঃ তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে উক্ত স্থানে নুর কবিরের মাছের ঘেরের জালের ভিতর লুকায়িত অবস্থায় ৫,৩৮,০০,০০০/- (পাঁচ কোটি আটত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ১.০৭৬ কেজি ক্রিস্টাল মেথ আইস (পরিত্যক্ত অবস্থায়) উদ্ধার করা হয়। উক্ত স্থানে ঘেরের মালিক বা অন্য কোন বেসামরিক ব্যক্তি না থাকায় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত ঘেরের মালিককে আটকের নিমিত্তে ০৩০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। পলাতক আসামীকে আটকের নিমিত্তে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উক্ত ঘেরের মালিককে পলাতক আসামী দেখিয়ে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস টেকনাফ মডেল থানায় মামলা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খ। উদ্ধার-২। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহলদলের অভিযানে ১৪,৫০০/- (চৌদ্দ হাজার পাঁচশ) টাকা মূল্যমানের ৫৮ (আটান্ন) ক্যান আন্দামান গোল্ড বিয়ার (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালিকবিহীন বিয়ারগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
গ। উদ্ধার-৩। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোষ্ট হতে ০১ জন আসামীসহ ৮,৩৯,০০০/- (আট লক্ষ উনচল্লিশ হাজার) টাকা মূল্যমানের ২,৭৯৫ (দুই হাজার সাতশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে (বাংলাদেশী নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘ। উদ্ধার-৪। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোষ্ট হতে কে নাইন ডগের মাধ্যমে ০১ জন আসামীসহ ১,৫৯,৫০০/- (এক লক্ষ উনষাট হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ৫৩০ (পাঁচশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে (বাংলাদেশী নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বমোট সিজার মূল্য-৫,৪৮,১৩,০০০/- (পাঁচ কোটি আটচল্লিশ লক্ষ তের হাজার) টাকা, ধৃত আসামী-০২ জন