October 8, 2024, 6:17 pm

গাইবান্ধায় বীরমুক্তিযোদ্ধাদের সাথে সাবেক মন্ত্রী শাজাহান খান এমপির মতবিনিয়ম সভা

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বীরমুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিয়ম সভা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থানীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। জেলা প্রশাসক মো: অলিউর রহমানের সভাপতিত্বে মতবিনিয়ম সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর প্রমুখ।
সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেন, আমাদের যুব সমাজকে মুক্তিযুদ্ধ কি, বঙ্গবন্ধু কি, মুক্তিযোদ্ধাদের জীবনের ইতিহাস কি, কীভাবে যুদ্ধ করেছে এ দেশের মুক্তিযোদ্ধারা তাদেরকে জানাতে হবে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুনাগরিক করে দেশ সেবা আত্মনিযোগ করতে হবে। তিনি আরও বলেন, বীরমুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। যে সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা নেই তাদের জন্য বীর মুক্তিযোদ্ধা নিবাস নির্মান করে দেয়া হচ্ছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি হয়েছে তেমনি ৭১’ এ যারা স্বাধীনতায় বিরোধীতা করেছিল সেসব রাজাকারদের তালিকা তৈরী করতে হবে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংস্কারের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এদেশের মানুষ উন্নয়নের সুফল পাওয়ায় তাদের জীবন মান উন্নয়ন হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা