January 22, 2025, 3:57 pm

ডেমরার স্টাফ কোয়াটারে কাউন্সিলর পলিনের নাম ভাঙ্গিয়ে ৮০ লক্ষ টাকা চাঁদাবাজি- কাউন্সিলর বলছে অভিযোগ দিলে ব্যাবস্থা নিবো

স্টাফ রিপোর্টারঃ ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনের নাম ভাঙ্গিয়ে ডেমরা থানার স্টাফ কোয়াটারের দক্ষিণ পাশে মিশুক অটো, অটো রিক্সা,অটো ইজিবাইক থেকে চাঁদাবাজি করছে মাহফুজ আহমেদ সরশ আলী নামের চাঁদাবাজ।

স্বশরীরে গিয়ে জানাযায়, স্টাফ কোয়াটার থেকে চিটাগাংরোড চলাচলরত প্রতিটি ইজিবাইক থেকে প্রতিদিন একশত
টাকা ও অটো রিক্সা,মিশুক অটো,থেকে বিশ টাকা করে চাঁদা আদায় করছে সরশ আলী ও শাহজাহান হাওলাদার । স্টাফ কোয়ার্টার থেকে চিটাগাং রোডে প্রতিদিন চলাচল করে প্রায় এক শত ইজিবাইক প্রতিটি ইজিবাইক থেকে প্রতিদিন একশত টাকা এবং প্রতিমাসে প্রতিটি ইজিবাইক থেকে ৫শত টাকা চাঁদা নেয়া হচ্ছে । মিশু অটো চলাচল করে প্রায় ৩শত, প্রতিটি থেকে দৈনিক চাঁদা আদায় করা হচ্ছে বিশ টাকা করে।

স্টাফকোয়াটার টু বড় ভাঙ্গা রোডে মিশুঅটো, অটো রিক্সা মিলিয়ে প্রায় দুই শতাদিক রিক্সা যাতায়াত করে যাদের কাছ থেকেও ২০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।

স্টাফকোয়াটার টু কোনাপাড়া রোডে চলাচল করে প্রায় দুই শত অটো। সব মিলিয়ে প্রায় ৮শত থেকে ১হাজার অটো রিক্সা থেকে প্রতিদিন ২০ হাজার মাসে ৬ লক্ষ বছরে ৭২ লক্ষ টাকা।

একশত ইজিবাইক থেকে একশত টাকা করে প্রতিদিন ১০ হাজার মাসে এক লক্ষ বছরে ১২ লক্ষ। প্রতিমাসে ৫শত টাকা করে ১শত ইজিবাইক থেকে মাসে ৫০হাজার বছরে ৬লক্ষ টাকা। সর্বমোট চাঁদাবাজির হিসেব দাড়ায় প্রায় ৮০ লক্ষ টাকা।

এব্যাপারে ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর পলিনের সাথে কথা হলে, তিনি জানান” আমি জানি লাইনম্যানরা তাদের পারিশ্রমিক হিসেবে ২০টাকা করে নিয়ে থাকে এর বেশি নেয় কিনা আমি জানিনা”। যদি কারো কাছ থেকে বেশি টাকা নিয়ে থাকে আমার কাছে অভিযোগ দিতে বলেন ব্যাবস্থা নিব।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা