October 4, 2024, 3:39 pm

মতলবে কিশোর গ্যাংয়ের আঘাতে কিশোর আহত ‌

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোষপাড়া এলাকায় এক যুবককে টেনে নিয়ে মেরে রক্তাক্ত করে কিশোর গ্যাং সদস্যরা।

গত ২ মার্চ (বুধবার) সকালে আবু সায়েদ কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পরে উপজেলার কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সামনে থেকে রিক্সার গতিরোধ করে টেনে-হিঁচড়ে লোকচক্ষুর আড়ালে নিয়ে যায় তাকে। সেখানে তাকে ব্যাপক মারধর সহ দাঁড়ালো ক্ষুর ধারা জখম করে এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

জানা গেছে, এর আগেও একাধিকবার পথ রোধ করে তাকে অকথ্য ভাষায় গালমন্দ সহ মারধর করেছে।

এ ঘটনায় আহতের মা (রিনা আক্তার) বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার এসআই মোঃ ফজলু ৫ জনকে আটক করে বলে জানান অভিযোগকারী।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ ফজলু বলেন, আমি অভিযোগ পেয়ে এর প্রেক্ষিতে কয়েকজনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা