শামীম আখতার বিভাগীয় প্রধান (খুলনা) খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এঁর সহিত খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১৭ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে ওই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ কালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম এবং সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) এসএম বায়জীদ ইবনে আকবর প্রমূখ।