September 13, 2024, 2:59 pm

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের ০৭ সক্রিয় সদস্য গ্রেফতার

প্রেস রিলিজ :র‌্যাব-১১ ব্যাটালিয়ন সদর ০৭ ফেব্রুয়ারি সোমিার ৯:৪৫ ঘটিকায় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ সাকিনস্থ রসুলবাগ ক্যানেল এলাকায় হতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের ০৭ জন সক্রিয় সদস্য ১। মোঃ রিপন (৩১), পিতা- মৃত আব্দুল ছাত্তার, সাং- দিঘিরপাড়, থানা- চাটকেল, জেলা- নোয়াখালী, এ/পি- সাং- শিমরাইল উত্তরপাড়া (সোহেল রানা এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ রিয়াজ (৩০), পিতা- মোঃ সেলিম, সাং- তন্তর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ, এ/পি- সাং- রসুলবাগ (মানিকের দোকানের পার্শ্বে পাঁচতলা বিল্ডিং এর ২য় তলার ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ০৩। মোঃ নুর ইসলাম (২৭), পিতা- মোঃ মহাসিন, সাং- তিলককান্দী, থানা- বাঙ্গারামপুর, জেলা- বাক্ষণবাড়ীয়া, এ/পি- সাং- মৌচাক, কয়েল ফ্যাক্টরীর সাথে, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ০৪। মোঃ শরিফ (২২), পিতা- মৃত স্বপন মিয়া, সাং- উথরী, থানা- গফরগাঁও, জেলা- ময়মনসিংহ, এ/পি- আজিবপুর হাওজিং, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৫। মোঃ আল আমিন (২১), পিতা- মোঃ দয়াল গাজী, সাং- কান্দারগাও, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা, এ/পি- সাং- কানাপট্টি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৬। মোঃ আসিফ (১৮), পিতা- মোঃ আলম হোসেন, সাং- মুক্তিনগর (নাজির ভিলা), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৭। মোঃ সোহান শেখ (১৮), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং-দক্ষিণ কেবল নগর, থানা- পালং, জেলা- শরিয়তপুর, এ/পি- সাং- মুক্তিনগর (বাকী সাহেবের হোস্টেলের ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে সুইচ গিয়ার চাকু- ০৩ টি, জিআই পাইপ-০২টি উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ সাকিনস্থ রসুলবাগ ক্যানেল এলাকায় ক্যানেলের পাড় কাঁচা রাস্তার পশ্চিম পার্শ্বে মোঃ আলীর বাড়ীর উত্তর দিকে ফাঁকা জায়গায় অবস্থান করছে। এ প্রেক্ষিতে র‌্যাব-১১ এর আভিযানিক দল উক্ত স্থানে হাজির হয়ে ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের ০৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে আসছিল। ছিনতাইকারী ও চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা