September 10, 2024, 10:21 am

তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই আব্দুর রহিম

সিদ্ধিরগঞ্জ (০৭’ফেব্রুয়ারি ২২ইং সোমবার) ঃ তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ২’হাজার ২২’সালের জানুয়ারী মাসে গ্রেফতারী পরোয়ানা ও মাদক উদ্ধারসহ ভাল কাজ করায় তাকে এ পুরস্কৃত করা হয়। গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন মাসিক কল্যান সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম বার তৃতীয়বারের মতো সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম’র হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় মাসিক কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক) অঞ্চল মো. নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খ) অঞ্চল মো. বিল্লাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. মশিউর রহমান পিপিএম বারসহ নারায়ণগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনর্চাজ। সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম পুরস্কার পেয়ে মহান আল্লাহ্ তাআলার নিকট শুকরিয়া আদায় করাসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার(ক) অঞ্চল, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. মশিউর রহমান পিপিএম বারসহ থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে, ভালোকাজের মাধ্যমে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।#######

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা