*বিশেষ প্রেস বিজ্ঞপ্তি* গত ১১ জানুয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ১৮৩৫ ঘটিকার সময় ভিকটিম মোসাঃ খাদিজা খাতুন@ রিভা (১১) রাজশাহী জেলার চারঘাট থানাধীন শিমুলিয়া এলাকা হতে অপহৃত হয়। এসংক্রান্তে ভিকটিমের পরিবার রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যার নং-২১, তারিখ- ১৭ জানুয়ারি ২০২২ খ্রিঃ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধীত/০৩) এর ৭। পরবর্তীতে চারঘাট থানা পুলিশ ভিকটিম উদ্ধারের জন্য সকল প্রকার গোয়েন্দা কার্যক্রম শুরু করেন এবং ভিকটিমের অবস্থান গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় জানতে পেরে র্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী এর নিকট ভিকটিম উদ্ধারের জন্য সহায়তা কামনা করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুততার সাথে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গত ০৫ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ২১৩০ ঘটিকায় র্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ বাগানবাড়ি (আফতাব মাতবরের বাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে অপহরনকারী মোঃ আব্দুর রশিদ(২৯), পিতা- মোঃ অছিম উদ্দিন, মাতা-মোসাঃ রেজিয়া বেগম, সাং- ধুমের কুটি(ভিতর কুটি) থানা-হারাগাছ, জেলা- রংপুর’কে গ্রেফতার করতঃ তার নিকট হতে ভিকটিম মোসাঃ খাদিজা খাতুন@ রিভা (১১)’কে উদ্ধার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ভিকটিমের ০১ টি ব্যবহৃত মোবাইল ফোনসহ সর্বমোট ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিম এবং অপহরণকারীকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
৪। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।