শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোর জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ কামরুল হরফে খোড়া কামরুল (৫৬) কে গ্রেফতার করেছে। ৬ ফেব্রুয়ারী (রবিবার) সকালে চাচঁড়া টু সাড়াপোলগামী পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয় ।
যশোরের পুলিশ সুপার এর সার্বিক দিকনির্দেশনায় সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদকমুক্ত যশোর জেলা গড়ার লক্ষে পুলিশের ধারাবাহিক অভিযানে রবিবার সকালে ডিবি’র অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম এর তত্বাবধানে এসআই শাহীনূর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনাকালে চাচঁড়া চেকপোস্টের দক্ষিণ পার্শ্বে চাচঁড়া টু সাড়াপোলগামী রোডস্থ জনৈক মফিজের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম হরফে খোড়া কামরুলকে ২টা আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ হাতেনাতে গ্রেফতার করে। সে কোতোয়ালি থানার ভাতুড়িয়া (উত্তরপাড়া) গ্রামের মৃত-আব্দুল গফুর মোল্লার ছেলে।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত অস্ত্র-গুলী তৈরী করিয়া ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় বিক্রয় করে আসতেছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে গত ২০১৯ সালের ১৬ জানুয়ারী কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। যার মামলা নং- ২৩।
যশোর জেলা পুলিশ রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।