*শোক বার্তা*দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন র্যাব মহাপরিচালক অতিঃ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
র্যাব মহাপরিচালক আজ এক শোক বার্তায় বলেন, পীর হাবিবুর রহমান ছিলেন দেশে আধুনিক সাংবাদিকতায় একজন অনন্য ব্যক্তিত্ব। পীর হাবিবুর রহমানের মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশে সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে তাঁর ভূমিকার কথা গণমাধ্যমকর্মীরা চিরদিন শ্রদ্ধাভরে স্মরন করবে।
র্যাব মহাপরিচালক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।