জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-ঝিনাইদহে মাঘের শেষে হঠাৎ বৃষ্টিতে ক্ষতি হয়েছে ইটভাটার কাঁচা ইট। শুক্রবারের দিনভর টানা বৃষ্টিতে জেলার ৬ উপজেলার সবগুলো ইট ভাটায় ক্ষতি হয়েছে। ভাটা মালিকরা জানান, অসময়ের এ বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার শতাধিক ইটভাটার কাঁচা ইট রাখার জায়গা। ফলে নষ্ট হয়েছে খাড়ি ও মাটিতে পাতানো লক্ষ-লক্ষ প্রস্তুতকৃত কাঁচা ইট। এ নিয়ে এ মৌসুমে ৪ দফায় বৃষ্টিতে নষ্ট হলো কাঁচা ইট। তারা জানান, জেলার ১১৮ টি ইটভাটায় কমপক্ষে ৯০ লাখ ইট নষ্ট হয়ে গেছে। প্রস্তুতকৃত ইট নষ্ট হয়ে যাওয়া ও তা সেখান থেকে ফেলতে প্রায় কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে তাদের।