শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনা মহানগরীর সদর থানার মিয়াপাড়া নতুন রাস্তা পাইপের মোড় এলাকায় ছুরিকাঘাতে নৃশংসভাবে সবুজ নামের এক যুবককে হত্যার প্রধান আসামী মোঃ সাগর (২৮) কে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (০৬ ফেব্রুয়ারি) র্যাব-৬ সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে লেঃ কমান্ডার এম সারোয়ার হুসাইন গণমাধ্যম কর্মীদের মাঝে এ তথ্য নিশ্চিত করেছেন।
সবুজের মা মামলার বাদী মোসাঃ হোসনেয়ারা (৫৫) এজাহারে উল্লেখ করেন, তার ছেলে মিজানুর রহমান সবুজ ৪বছর পূর্বে রেশমা আক্তার (২৩) কে বিয়ে করে। বিবাহের পর থেকে রেশমা আক্তার তার খালাতো ভাই আব্দুল্লাহ সাথে পরকিয়া করে আসছিল। এ নিয়ে সবুজ ও রেশমার সংসারে অশান্তির সৃষ্টি হয়। গত ৩০জানুয়ারি সবুজ ও স্ত্রীর রেশমা আক্তারের মধ্যে ঝগড়া হয়। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সবুজ মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে মিয়াপাড়া পাইপের মোড়ে আসামী সাগরসহ অন্যরা তার গতিরোধ করে। এরপর সাগর ধারালো চাকু দিয়ে সবুজের বুকে ও পিঠে কয়েকটি কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
র্যাব-৬ উক্ত মামলার আসামী গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূল আসামী সাগর খাগড়াছড়িতে আত্নগোপনে আছে বলে জানা যায়। র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জানুয়ারি রাতে অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি থেকে প্রধান আসামী মোঃ সাগরকে গ্রেফতার করে। সে পূর্ব বানিয়াখামার রাস্তারমাথা এলাকার মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে। তাকে খুলনা সদর থানায় হস্তান্তর কার্যক্রম আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাব জানায়।