প্রেস বিজ্ঞপ্তি ঃর্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে কুমিল্লা হতে ঢাকার দিকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল এর চালান নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ০৪/০২/২০২২ তারিখ সকাল ০৬৪৫ ঘটিকার সময় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। সানজিদ মিঞা (২০), সাং-চাওরার চর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সাক্ষীদের উপস্থিতিতে উক্ত প্রাইভেটকারটি তল্লাশী করে পিছনের ঢালার ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২২ কেজি গাঁজা এবং ৩৯২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ প্রাইভেটকারটিকে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং র্দীঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল ক্রয় করে উক্ত প্রাইভেটকারটির মাধ্যমে বহন করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।