January 24, 2025, 6:17 am

৬৭ কেজি গাঁজা এবং ২২৫০ পিস ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তিঃ ০৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১.০০ ঘটিকা হতে ০৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ৬৭ কেজি গাঁজা এবং ২২৫০ পিস ইয়াবাসহ নিম্নোক্ত ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ

(ক) মোঃ সাইদুর রহমান রাসেল (৩৬), জেলা- নড়াইল।
(খ) মোঃ রবিউল ইসলাম (২২), জেলা-কক্সবাজার।
(গ) মোঃ সজিব হোসেন @ রমজান আলী (২১), জেলা-কুমিল্লা।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো।

৪। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ কর্তৃক এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা