October 4, 2024, 2:32 pm

সিদ্ধিরগঞ্জ থানার তিন নং ওয়ার্ড থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রতন গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি ঃগোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল কর্তৃক ০২ ফেব্রুয়ারি বুধবার রাত ১১.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রতন (৩৫), পিতা- আলমগীর হোসেন’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকার বাসিন্দা।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী বে-আইনী কার্যকলাপের সাথে সম্পৃক্ত। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে ০২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা