প্রেস বিজ্ঞপ্তিঃ র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পাজেরো যোগে কুমিল্লা হতে ঢাকার দিকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এর চালান নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ০১/০২/২০২২ তারিখ রাত ০৩৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ পবন (৩৫), সাং-বড়াটিয়া, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর এবং ২। শ্রী মিঠুন সুত্রধর (৩১), সাং-পশ্চিমগাঁও শাহাপাড়া, থানা-লাকশাম, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। সাক্ষীদের উপস্থিতিতে উক্ত পাজেরোটি তল্লাশী করে পিছনের সীটের ভিতরে দুইটি বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধারসহ গাড়িটিকে জব্দ করা হয়।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং একে অপরে পারস্পরিক যোগসাজশে একত্রে র্দীঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে উক্ত গাড়িতে বহন করে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
৪। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।