গাইবান্ধা প্রতিনিধি :জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি’।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মির সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. মিলন মিয়া, মেডিকেল অফিসার ডা: মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসার ফয়সাল আজম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, ইন্সপেক্টর মাহবুবুল আলম, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আশরাফ আলী প্রমুখ।