September 19, 2024, 8:55 am

ঝিনাইদহে অবৈধ ১৩টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় ২১ লাখ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-ঝিনাইদহে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে অবৈধ ইটভাটায় ২য় দিনের অভিযানে ২১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার ১৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সদর দপ্তরের এনফোর্সমেন্ট টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ জানান, সকাল থেকে ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার ১৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে দুইটি ইটভাটা উচ্ছেদ করা হয়। বাকি ১১ টি ইটভাটায় মোট ২১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উল্লেখ্য, রোববার জেলার মহেশপুর উপজেলার ৮টি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় অবৈধ তিনটি ভাটা উচ্ছেদ করা হয় এবং ৫টি ইটভাটায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা