*বিশেষ প্রেস বিজ্ঞপ্তি* গত ৩০ জানুয়ারি রবিবার আনুমানিক ৪ , ৪০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা কাপাসিয়া গাজীপুর রোডে লেগুনা স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ লিটন মিয়া (৪৫), পিতা-মোঃ ইউনুস মিয়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ও ২) মোঃ আলম মিয়া (৩০), পিতা-মৃত শহিদ মিয়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দ্বয়কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৯.৯০০ কেজি গাঁজা, ০২ টি মোবাইল ফোন ও নগদ ১,৯৫০/- টাকা উদ্ধার করা হয়।
৩। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।