September 19, 2024, 8:41 am

আগুন পোয়াতে গিয়ে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামে কনকনে শীতে আগুনের তাপ নিতে গিয়ে দগ্ধ হয়ে ওয়াজেদ শেখ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ শেখ উপজেলার রাখালগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়িতে বড় ছেলে ও ওয়াজেদ শেখ ছিলেন। ভোরে তার ছেলে মাঠে কাজে গিয়েছিল। প্রচন্ড শীতে গরম তাপ নিতে রোববার সকালে বাড়ির উঠানে খড়-পাতায় আগুন ধরিয়ে বসে ছিলেন বৃদ্ধ ওয়াজেদ শেখ। কিন্তু হঠাৎ আগুন তার শরীরে থাকা পাঞ্জাবীতে লেগে যায়। সঙ্গে সঙ্গে সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। তার চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওয়াজেদ শেখের। স্থানীয় ইউপি সদস্য আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা