প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে যাত্রী সেজে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর চালান নিয়ে কক্সবাজার হতে ঢাকা অভিমুখে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল ২৯/০১/২০২২ তারিখ ভোর ০৫১০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহাগ চৌধুরী (২৫), সাং-ময়নারটেক থানা-উত্তর খান, ডিএমপি, ঢাকা, ২। মোঃ রিয়াজুল ইসলাম (২৪), সাং-ময়নারটেক, থানা-উত্তর খান, ডিএমপি, ঢাকা ৩। মোঃ আফরিজ চৌধুরী শাওন (২৫), সাং-ময়নারটেক, থানা-উত্তর খান, ডিএমপি, ঢাকা ৪। মোঃ শাওন (২০), সাং-ময়নারটেক, থানা-উত্তর খান, ডিএমপি, ঢাকা এবং ৫। মোঃ মাহাবুবুল আলম শুভ (২৫), সাং-হেলাল মার্কেট, বেপারী বাড়ী, থানা-উত্তর খান, ডিএমপি, ঢাকাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীদের নিকট হতে ১৮,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে সম্মিলিতভাবে অধিক লাভবান হওয়ার জন্য অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।