মো. মুক্তার হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোর-বেনাপোল হাইওয়ে সড়কে একটি দূর্ঘটনা কবলিত প্রাইভেট কারের ভিতর থেকে ১শ ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে যশোর-বেনাপোল সড়কের আমতলা নামক স্থান থেকে ফেনসিডিল সহ প্রাইভেট কারটি জব্দ করা হয়।
নাভারণ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে ৯৯৯ নাইনে একটি সড়ক দুর্ঘটনার খবর আসলে এসআই মোফাজ্জেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে একটি খুলনা মেট্রো গ-১১-০০৪৬ নাম্বারের প্রাইভেট কার দেখতে পান। গাড়িটি তল্লাশি করে পেছনের ব্যাকডালার মধ্যে থেকে ফেনসিডিলের চালানটি জব্দ করা হয়। এসময় কোন আসামীকে আটক করতে পারিনি পুলিশ।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল আলম মোল্লা জানান, জব্দকৃত ফেনসিডিল ও প্রাইভেট কারটি থানায় আনা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।