প্রেস রিলিজ: র্যাব-১১, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গত ২০ জানুয়ারি ২০২১ তারিখ রাত্রি আনুমানিক ২৩:৫০ ঘটিকার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী, ডাকাত চক্রের ০৫ জন সক্রিয় সদস্য ১। মোঃ নাদির ইসলাম (৩০), পিতা- মোঃ শাহাবুদ্দিন, সাং- মধ্যে সানারপাড় বড় মসজিদ সংলগ্ন, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ মুক্তার হোসেন সুমন (৩৫), পিতা- মৃত খোরশেদ মোল্লা, সাং- শানারপাড় মোল্লাবাড়ী (খালপাড়), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ বিজয় হোসেন (২১), পিতা- মোঃ জাকির হোসেন, সৎ পিতা- কবির হোসেন, সাং- পশ্চিম সানারপাড় চৌরাস্তা, সারুলিয়া, ডেমড়া, ডিএমপি, ঢাকা, এ/পি- সাং- খালপাড়, লিপি গার্মেন্টস এর পার্শ্বে, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ রাসেল (৩১), পিতা- মোঃ নিজা মদ্দিন, সাং- মধ্য সানারপাড় মোল্লাবাড়ী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি- সাং- মিজমিজি চিস্তিয়া বেকারী এর পিছনে মধ্য সানারপাড় (লন্ডন মার্কেট আওয়াল ফকির এর বাড়ী), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৫। মোঃ মানিক মিয়া (৪০), পিতা- মৃত ইব্রাহিম খলিল, সাং- মিজমিজি, সাদ্দাম মাদ্রাসা রোড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এ/পি- সাং- বসু মার্কেস মমতা ভিলা, মৌচাক, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাপাতি-০২টি, ছোড়া- ০১টি, লোহার তৈরি কুড়াল-০১টি ও সুইচ গিয়ার চাকু- ০১টিসহ জব্দ করা হয়।
৩। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় অবস্থান করছে। এ প্রেক্ষিতে র্যাব-১১ এর আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী, ডাকাত, ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও ডাকাতি এবং বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে আসছিল। সন্ত্রাসী, ডাকাত, ছিনতাই ও চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
৪। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।