October 4, 2024, 1:47 pm

গাজীপুরে শিশু ধর্ষণকারী ‘কে আটক করেছে র‌্যাব-১।*

প্রেস বিজ্ঞপ্তি*গত ১৯ জানুয়ারি ২০২২ তারিখ আনুমানিক ১১ ঘটিকায় গাজীপুর মহানগরীর সদর থানাধীন বাঘলবাড়ী এলাকায় শিশু ভিকটিম মোছাঃ জুম্মাতুল আক্তার মুক্তি (১৪) তার বাড়ির পিছনে ফাঁকা জায়গায় তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। এ সময় ধৃত আসামী মোঃ মোকতার হোসেন খেলার মাঠে এসে ভিকটিম এর খেলার সাথীদের তাড়িয়ে দিয়ে ভিকটিমকে ফুসলিয়ে জনৈক কাজল (৩৫) এর পরিত্যক্ত ঘরের পিছনে জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসংক্রান্তে ভিকটিমের পরিবার র‌্যাব-১ এর নিকট আইনগত সাহায্য কামনা করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১ বর্ণিত বিষয়ে দ্রুততার সাথে ছায়াতদন্ত শুরু করেন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

৩। এরই ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ১৫১৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন দেশী পাড়া এলাকায় আনিছুর রহমান এর ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে ধর্ষণকারী মোঃ মোকতার হোসেন (৫০), পিতা-মৃত মিঞা বকস ভূঁইয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-সুসং দূর্গাপুর, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোণা, এ/পি সাং-দেশী পাড়া, আনিছুর রহমান এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট হতে ভিকটিমের ব্যবহৃত ০১ টি পোষাক এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এসংক্রান্তে ভিকটিমের পরিবার জিএমপি, সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার নম্বর-২৭ তারিখ-২১/০১/২০২১ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)।

৪। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা