নাসিক নির্বাচনে হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন ৪’ কাউন্সিলর। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩’জন ও সংরক্ষিত নারী আসনে ১’জন।
হ্যাট্রিক বিজয়ী কাউন্সিলররা হলেন, নাসিক ৩’নং ওয়ার্ডের শাহজালাল বাদল, নাসিক’৮ নং ওয়ার্ডের রুহুল আমিন মোল্লা ও ৯’নং ওয়ার্ডের ইস্রফিল প্রধান। সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের মাকসুদা মোজাফ্ফর।
হ্যাট্রিক বিজয়ী এই চার কাউন্সিলরের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। প্রতিটি নির্বাচনে সাধারণ ৩’কাউন্সিলর প্রার্থী নিকটম প্রতিদ্বন্ধীর চেয়ে দ্বিগুন ভোট বেশি পেয়ে বিজয়ী হয়ে আসছেন। সংরক্ষিত আসনে বিজয়ী মাকসুদা মোজাফ্ফর নিকটত প্রতিদ্বন্ধীর চেয়ে কয়েকগুন ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়ে আসছেন। হ্যাট্রিক বিজয়ী কাউন্সিলরদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান নিজ নিজ ওয়ার্ডবাসী। বিজয়ী কাউন্সিলরগণ ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#####