সিদ্ধিরগঞ্জের নাসিক নির্বাচনে পরাজয়ের হ্যাট্রিক করেছেন ৮’জন কাউন্সিলর। প্রতি নির্বাচনে তাদের অধিকাংশের জামানত বাজেয়াপ্ত হয়েছে। পরাজয়ের হ্যাট্রিক করা প্রার্থীদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৮’জন ও সংরক্ষিত আসনে ৪’জন।
নাসিক নির্বাচনে পরাজয়ের হ্যাট্রিক করা কাউন্সিলর প্রার্থীরা হলেন, নাসিক ২ নং ওয়ার্ডের সোহরাব হোসেন, ইসমাইল, ৩ নং ওয়ার্ডের তোফায়েল হোসেন, আলমগীর, ৪’নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ৫’নং ওয়ার্ডের আনিসুর রহমান, ৮ নং ওয়ার্ডের মহসিন ভূঁইয়া ও সাগর প্রধান। সংরক্ষি নারী আসনের পরাজয়ের হ্যাট্রিক করেন ১,২,৩ নং ওয়ার্ডে আশুরা বেগম, শামীম আরা লাভলী, নাজমা আক্তার নাজু ও ৪,৫,৬ নং ওয়ার্ডে সুমি বেগম। এদের প্রতি প্রতি নির্বাচনে অনেকই জামানত হারিয়েছেন।###