শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি’র) পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা গত১৬ জানুয়ারি (রবিবার) বিকেলে সহকারি পুলিশ কমিশনার (খালিশপুর জোন) এর অফিস বাৎসরিক পরিদর্শন করেছেন। পুলিশ সুপার পরিদর্শনকালে খালিশপুর জোন অফিসের সকল কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে খালিশপুর জোন অফিসের আওতাধীন থানাসমূহের সেবাদান কার্যক্রমকে আরো গতিশীল করতে ও জনবান্ধব পুলিশিং করার জন্য খালিশপুর জোনের সহকারি পুলিশ কমিশনার মোঃ হুমায়ন কবিরকে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) শাহাবুদ্দীন আহমদ এবং খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন-সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।