September 10, 2024, 2:24 pm

২ মাদক ব্যাবসায়ীসহ বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার

*বিশেষ প্রেস বিজ্ঞপ্তি* অদ্য ১৫ জানুয়ারি ২০২২ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ হতে প্রাইভেটকারযোগে বিদেশী মদসহ ঢাকার উত্তরা এলাকার দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ১৫ জানুয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ০৩৩৫ ঘটিকায় ডিএমপির খিলক্ষেত থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পশ্চিম পাশের্^ প্লট নং-২৭, নিকুঞ্জ-২, সিএনজি রিফুয়েলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ এর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম (৩৯), পিতা-মৃত আব্দুল হাই, জেলা-নারায়নগঞ্জ’কে আটক করে। এসময় ধৃত আসামীর নিকট হতে *৪২০ বোতল বিদেশী মদ,* ০১ টি প্রাইভেটকার এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব-১ এর অপর একটি অভিযানে অদ্য ১৫ জানুয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ০৭৫০ ঘটিকায় ডিএমপির খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ রোড নং-২১/সি এর লা মেরিডিয়েন ঢাকা হোটেল এর সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৪২), পিতা-মৃত ছামাদ বেপারী, জেলা-নারায়নগঞ্জ’কে *৩০০ বোতল বিদেশী মদ,* ০১ টি প্রাইভেটকার এবং ০১ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।

৩। ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পেশায় প্রাইভেটকার ড্রাইভার। তারা দীর্ঘদিন যাবত এই মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সাথে জড়িত। তারা মাদক ব্যবসায়ীর নিকট হতে মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করত। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও মাদক পরিবহণ করে আসছিল বলে জানায়। মাদকের চালান প্রতি তাদেরকে ১০-১৫ হাজার টাকা করে দিত মর্মে স্বীকার করে।

৪। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা