October 7, 2024, 7:41 pm

সিদ্ধিরগঞ্জে টর্চার সেল থেকে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার -২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শিমুল পাড়া বস্তিতে একটি অভিযান চালায়। অভিযানে বস্তিঘর থেকে ৬ কেজি গাঁজা ৪০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সুমিলপাড়া এলাকার বিহারী ক্যাম্প সংলগ্ন একটি বস্তি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করে থানা পুলিশ । এসময় শওকত হোসেন (৩০) ও সেন্টু মিয়া (৩২) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানাযায়, এটি একটি টর্চার সেল। দীর্ঘদিন ধরে এখানে অবৈধ মাদক ও দেশীয় চাকু-ছুরি রাখা হতো। বিভিন্ন মানুষকে নির্যাতন চালানো হতো এখানে। বিভিন্ন সময় রাতে মানুষের চিৎকারের শব্দ শোনা যেতো।

পুলিশ সুত্রে জানাযায় ঘটনাস্থল থেকে ৬ কেজি গাঁজা, ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, রুমের মধ্যে একটি গর্ত করে সেখানে চারদিকে সিমেন্ট ঢালাই করে অবৈধ অস্ত্র রাখা হয়েছিল। মানুষকে এখানে বিভিন্ন সময় দুটি মোটা লাঠি দিয়ে পেটানো হতো।

এব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে। এ অভিযান এরই একটি অংশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা