আব্দুল মান্নান খানঃ মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেন, একটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। একটি সন্তান যত বড় উচ্চ শিক্ষিত এবং যত বড় অফিসার হোক না কেন, ওই যুগল সন্তানের প্রথম শিক্ষাগুরু হচ্ছে তার মা। গত ১৩ জানুয়ারি সকাল সাড়ে দশটায় চাঁদপুর জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন । মা সমাবেশে করোনাভাইরাস পরিস্থিতি, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন২০৪১ এর লক্ষ ও অর্জনসমূহ ,, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব,, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার,পরিবেশ সংরক্ষণ ও অটিজম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মা সমাবেশে সহকারী কমিশনার (ভূমি) সেটুকু মার বড়ুয়ার সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা তথ্য অফিসার মোঃ মনির হোসেন, অত্র বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মোঃ আবুল কাশেম , প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম খান,মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজ মল্লিক, সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।