শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র কনস্টেবল ও নায়েকদের সপ্তাহব্যাপী “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ৫ম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে বৃ্হস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্রশিক্ষণ ভেন্যুতে কনস্টেবল ও নায়েকদের সপ্তাহব্যাপী “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ৫ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি হিসেবে কেএমপি’র পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা।
এ সময় উপস্থিত ছিলেন, কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মোঃ মারুফাত হুসাইন এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) শেখ ইমরান এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।