September 11, 2024, 8:29 pm

আইজিপির নির্দেশে তালা থানায় মাদক নির্মূলের নির্দেশনা প্রদান

বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)আইজিপির ৫ নির্দেশনা মোতাবেক তালা থানা মাদক নির্মূলের ব্যাপারে সকল প্রকার দিক নির্দেশনা প্রদান করেছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) তালা থানার হলরুমে তালা থানাধীন সকল অফিসারদের রোলকলের মাধ্যমে মাননিয় আইজিপি মহোদয়ের ০৫ নির্দেশনা ও পুলিশ সুপার মহোদয়ের সাবির্ক নির্দেশনা সহ মাদক নিমূলে সকল প্রকার দিক নির্দেশনা প্রদান করেন অফিসার ইনচার্জ তালা থানা।
এসময় উপস্থিত ছিলেন তালা থানার ওসি তদন্ত সহ তালা থানার সকল পুলিশ অফিসার ও সদস্যরা এবং বিভিন্ন সংবাদকর্মীরা।

এ সময় তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান আইজিপি সাহেবের ৫ নির্দেশনা যথাথত ভাবে পালন করতে হবে। এছাড়া তালা থানা কে মাদক মুক্ত করতে সকলকে সতর্ক থেকে কাজ করার আহ্বান জানান । তিনি আরো বলেন যে কোন উপায়ে তালা থানাকে মাদক নির্মূল করে মাদক মুক্ত করতে হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা