নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকার ৩’টি ওয়ার্ডে নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) শূন্যপদে নিয়োগ প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ১৫’দিন পর্যন্ত নোটিশ বোর্ডে ঝুলিয়ে রাখার নিয়োম থাকলেও তা গোপন রেখে আবেদনের শেষ তারিখের একদিন আগে ঝুলানো হয়। এতে অনেক প্রার্থী আবেদন করার সময় পায়নি।
আবেদন করতে ইচ্ছুক ফারুক নামে একজন অভিযোগ জানান, নারায়ণগঞ্জ সিটির পাঁচ, সাত ও নয় নম্বর ওয়ার্ডে নিকাহ ও তালাক রেজিস্ট্রার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৩-১২-২০২১ ইং তারিখে ১০৩৪(৮) নম্বর-স্বারকে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও জেলা রেজিস্ট্রার মো: জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে। নিয়োম অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে তা নোটিশ বোর্ডে ঝুলিয়ে রাখার বাধ্যকতা রয়েছে। কিন্তু আমিসহ অনেকই বিজ্ঞপ্তিটি জেলা অফিসের নোটিশ বোর্ডে দেখতে পাইনি। পরে চলতি মাসের ছয় তারিখ বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ডে ঝুলানো দেখতে পাই। যা নির্দিষ্ট সময়ের একদিন আগে। ফলে আমিসহ আরো অনেকই আবেদন করতে পারিনি।
সংশ্লিষ্ট সরকারি সফতর ও স্থানীয় জনপ্রতিনিধি বরাবর একই তারিখে বিজ্ঞপ্তির অনুলিপি প্রেরণ করা হয়েছে মর্মে উল্লেখ করা থাকলেও তার সত্যতা পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে নাসিকের নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর ই¯্রাফিল প্রধান বলেন, এধরণের কোন নিয়োগ বিজ্ঞপ্তির অনুলিপি আমি পাইনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (এন.ডি.সি) সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্রেজারী শাখা মেহেদী হাসান ফারুক জানান, অদ্যবধি পর্যন্ত এধরণের কোন বিজ্ঞপ্তির বিষয়ে আমি অবগত নই। আমি কোন অনুলিপি পাইনি।
এবিষয়ে জেলা রেজিস্ট্রার মো: জিয়াউল হক এর সঙ্গে কথা হলে তিনি বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়মের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। ####