January 24, 2025, 6:28 am

র‌্যাব-১১ এর অভিযানে ১৭ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ,

প্রেস রিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ০৭ জানুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ সকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বাউশিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আলম (৫৭), পিতা- মসলেম, সাং- বোলাখাল, থানা- বামনপাড়া, জেলা- কুমিল্লা, ২। মোঃ শহীদুল (৩৫), পিতা- মোঃ আলতাব হোসেন, সাং- গাতগাছি, থানা- কোতয়ালি, জেলা- যশোর এবং ৩। মোঃ রবিন (২০), পিতা- আব্দুল মজিদ, সাং- পৌলি, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০১টি মিনি ট্রাক জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকাসহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা