শামীম আখতার,বিভাগীয় প্রধান (খুলনা) : কেশবপুরে স্থানীয় সরকার অধীনে পঞ্চম ধাপে আগামী ০৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে সকল চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সোমবার (৩জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমিজুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির।
মতবিনিময় সভায় প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক বলেন, এ উপজেলায় ইউপি নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে জেলা ও উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে এখানকার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কোন প্রার্থী বা কর্মী-সমর্থকরা প্রভাব খাটিয়ে গোলযোগ সৃষ্টি করে নির্বাচনী ফলাফল পরিবর্তনের চেষ্টা করতে চাইবে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার বলেন, যশোর জেলায় এর আগে অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে আপনারা কোন প্রকার মারামারী, হানাহানি করবেন না। আইন অমান্য করে কেউ যদি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটায় ও এলাকার শান্তি বিনষ্ট করতে চাইলে সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। এ উপজেলায় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যশোর জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।
এর আগে প্রার্থীরা তাদের নিজ নির্বাচনী এলাকার সমস্যাগুলো নিয়ে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বজলুর রশিদ নির্বাচনী আচরণ বিধি নিয়ে আলোচনা করেন। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ১১টি ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থীরা।
উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারী কেশবপুর উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এতে ৪৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।