রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধে শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ৩১ ডিসেম্বর শুক্রবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আতিকুল ইসলাম, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমানউল্লাহ আমান, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমান, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভুঁইয়া, মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমন হাসান খোকন, মহিলালীগ নেত্রী লাকি আক্তার, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।
পরে মুক্তিযুদ্ধে শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা পদক, ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংবাদিকদের অভিনীত মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘সমাজ থেকে রাজাকার বিদায়’ নাটক মঞ্চায়ন করা হয়।###