মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন ৫ জানুয়ারি গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪নং ভবেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুক্তার হোসেনের নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভার আয়োজন করেন ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
আলোচনা সভায় ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীক, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তালেব ভূঁইয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মোশারফ হোসেন মিন্টু, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আহম্মেদ ফরাজী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহাম্মেদ ফরাজী।